|
---|
দীর্ঘ ছয় বছরের প্রেমিকা ও বর্তমান স্ত্রীকে ফেরত পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসলো প্রেমিক
রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ দীর্ঘ ছয় বছরের প্রেমিকা ও বর্তমান স্ত্রীকে ফেরত পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসলো প্রেমিক। ঘটনা বর্ধমানের সরাইটিকর এলাকায়। ভ্যালেনটাইন ডে এর দিনে সেই প্রেমিকস্বামীর পাশে দাঁড়ালো এলাকার মানুষজন।সরাইটিকর এলাকায় কাছাকাছি দুই পাড়ায় থাকতেন প্রেমিক ও প্রেমিকা। ছয় বছর প্রেম করার পর চলতি বছর জানুয়ারিতে বিয়ে। বিয়ের পর মেয়ের বাড়ির লোকজন এসে মেয়েকে বাপের বাড়ি নিয়ে যায়। সেই যাওয়ার পরে স্ত্রী আর তাঁর কাছে ফিরে আসেন নি। শ্বশুর বাড়ি গিয়ে দেখে , বাড়ির লোক বেপাত্তা। সঙ্গে তাঁর স্ত্রীও।
হতাশায় অভিমানে আর কষ্টে নিজের স্ত্রীকে ফিরে পেতে তাই প্রেম দিবসেই পথে বসেছেন প্রেমিকস্বামী। দাবি তাঁর স্ত্রীকে তাঁর কাছে ফিরিয়ে দিতে হবে।