|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : ১৪ই আগস্ট শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ান সহরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পৌর ও নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরাদ হাকিম মহশয়ের প্রচেষ্টায় ধুলিয়ান শহরের প্রধান সড়কে বিশ্ব বাংলা ভাস্কর্য, নেতাজি সুভাস চন্দ্র বসু ও কাজি নজরুল ইসলামের প্রতিকৃতি ও মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানের ভাস্কর্য এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রচেষ্টায় ধুলিয়ান শহরের প্রধান সড়কে আলো দিয়ে সজ্জিতকরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতি মন্ত্রী মাননীয় জাকির হোসেন মহাশয়, জঙ্গিপুরের সাংসদ মাননীয় খলিলুর রহমান
ধুলিয়ান পৌরসভার প্রশাসক সুবল সাহা মহাশয় উপস্থিত জেলার স্বাস্থ কর্মাদক্ষ আনারুল হক বিপ্লব৷ ধুলিয়ান পৌরসভার সহ প্রশাসক মেহেবুব আলোম ও হাসেন বিশ্বাস বাদসা সমাজসেবী সাজাহান মালদার ও আমিরুল মহালদার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বৃন্দ৷