|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে পৃথক মহকুমা নিয়ে জনতার আবেদনের ভিত্তিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা আদর্শ আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে লিখিত নালিশ জানালেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। রবিবার তিনি নির্বাচন কমিশনে এই মর্মে চিঠি পাঠিয়েছেন। আবেদন, দ্রুত তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।