|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :মেদিনীপুর শহরের প্রথম সারির বেসরকারি হাসপাতাল নির্ণয় হাসপাতাল রবিবার একটি ‘কার্ডিও সেমিনার ‘এর আয়োজন করেছিল হাসপাতালের নিজস্ব কনফারেন্স হলে। আলোচনার বিষয় ছিল “ম্যানেজমেন্ট অফ অ্যাকুইট করোনারি সিনড্রোম “। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলিকাতা মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সৌম্য পাত্র। জেলার একমাত্র ক্যাথল্যাব ফেসিলিটি হাসপাতাল নির্ণয় হাসপাতাল ইতিমধ্যে জেলার হৃদরোগের সুচিকিৎসার ক্ষেত্রে নাম কুড়িয়েছে। আজকের সেমিনারে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট ডাক্তার বাবুরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ডাঃ প্রবোধ পঞ্চাধ্যয়ী, ডাঃ শশাঙ্ক শেখর মণ্ডল, ডাঃ দেবার্ঘ মণ্ডল, ডাঃ নবোদয় মজুমদার, ডাঃ শিব শংকর মাইতি, ডাঃ পঙ্কজ কুমার সিনহাসহ অন্যান্য চিকিৎসক ও অন্যান্য বিশিষ্টজনেরা। সভা পরিচালনা করেন ডাঃ সন্ধ্যা মণ্ডল ধাড়া।
ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দেন নির্ণয়ের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ ডাক্তার কাঞ্চন কুমার ধাড়া। তিনি তার বক্তব্যে নির্ণয় হাসপাতাল দীর্ঘ দিন ধরে কিধরনের পরিষেবা দিয়ে আসছে তা তুলে ধরেন । এই হাসপাতাল ইতিমধ্যে গ্রেড -এ হাসপাতালের তকমা অর্জন করেছে । এখানে স্বাস্থ্য সাথী কার্ড এর দ্বারা হার্ট এর চিকিৎসার পরিষেবা পাওয়া যায় ।