|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাসের উদ্যোগে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বাংলা কে বঞ্চনার প্রতিবাদে ডায়মন্ড হারবার শহরে স্টেশন বাজারে এক জনসভা হয়। বৃষ্টি কে অপেক্ষা করে এলাকা থেকে প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা সংগঠনের নেতৃত্ব রা উপস্থিত হয়ে ছিলেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহীনি বিশ্বাস, আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মণ্ডল, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি অরূময় গায়েন,টাউন তৃণমূল যুব সভাপতি সৌমেন তরফদার সহ তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা সংগঠনের আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দগণ। কেন্দ্রে সংস্থাগুলির অপব্যবহার ও পেট্রোল পণ্য মূল্যের বৃদ্ধির বিরুদ্ধে এই জনসভা হয়। প্রকাশ্য জনসভায় মহিলা সভানেত্রী মনমহীনি বিশ্বাস জানায় যে কেন্দ্র সরকার আবাস যোজনা দুর্নীতি করেছে,১০০ দিনের কাজের ক্ষেত্রেও কাজ দিতে পারে নি, উজ্জলা যোজনার ক্ষেত্র দুর্নীতি বাজ করেছে। গ্যাসের দাম এক ধাপে বেড়ে বেড়ে যাচ্ছে দিন দিন, আর আমাদের মমতা সরকার যেটুকু দিয়েছে যথেষ্ট, গ্রাম বাংলার মহিলারা মা মাটি মানুষের কাজ দেখে খুব খুশিl যেমন দুয়ারের সরকার ৭০ থেকে ৮০ শতাংশ সব মহিলারা এবং গ্রাম বাংলার ঘরে ঘরে সবাই সবকিছু পেয়েছে। তাই সামনে পঞ্চায়েত ভোট মমতা ব্যানার্জি ৫০% মহিলাদের জন্য সংরক্ষিত আসন দেখেছে পঞ্চায়েত ভোটের জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে চলছে সমস্ত মানুষের, এছাড়া কিষান ক্রেডিট কার্ড সকলের জন্য খোলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রত্যেক মহিলাদের জন্য খোলা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রত্যেক পরিবারের হেড মহিলা নামে করা হয়েছে, রুপশ্রী থেকে শিক্ষাশ্রী কন্যাশ্রী ২৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় বিবাহের জন্য যাতে কোন গরিব মানুষের অসুবিধা না হয় সেই জন্য।