|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- রক্তদান মহৎ দান এই উদ্দেশ্যে ব্রতী হয়ে ডায়মন্ড হারবার গভঃমেন নার্সিং কলেজে BSC নার্সিং স্টুডেন্টদের সহযোগিতায় ব্লাড ব্যাংক শিবিরে আজ এই রক্তদান শিবির আয়োজিত হল। জেলার হাসপাতাল এ ব্লাড ব্যাংকে যাতে রক্তের ঘাটতি না হয় সেই লক্ষ্যে কর্তৃপক্ষের তরফে ডেপুটি সুপার সুপ্রিম সাহার প্রচেষ্টায় এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর ডেপুটি সুপার সুপ্রিম সাহা,ডায়মন্ড হারবার নার্সিং কলেজের প্রিন্সিপাল মানসী জানা,নার্সিং স্কুল PNO মিতাল হালদার,ফ্যাকাল্টি অর্চনা সরকার,বর্ণালী দত্ত,শ্রীপর্ণা ঘোষ সহ ডায়মন্ড হারবার গভঃমেন নার্সিং কলেজের আরো অন্যান্য সকল স্টুডেন্ট রা। ফ্যাকাল্টি শ্রীপর্ণা ঘোষ সহ আরো অন্যান্য সকল স্টুডেন্ট রা স্বেচ্ছায় রক্তদান করেন। মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর ডেপুটি সুপার সুপ্রিম সাহা বলেন জেলা হাসপাতালে থ্যালাসেমিয়া রুগীদের এই গরমে রক্তের অভাব দেখা যায়। রক্তদানের আরেক নাম জীবন দান,অতিরিক্ত গরমে রক্তের অভাব দিয়েছে।আর সেই রক্তের অভাব দূর করতে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যেও যেসব নার্সিং স্টুডেন্ট রা এই শিবিরে এসে রক্তদান করেছেন তাদের প্রত্যেকের সাধুবাদ জানিয়েছেন তিনি,এছাড়াও এলাকার বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ রা।