|
---|
ডায়মন্ড হারবার সংযুক্ত মোর্চার বামফ্রন্ট মনোনীত প্রার্থী নতুন মুখ প্রতীক উর রহমান, এসডিও অফিসে সুকান্ত সাহার হাতে মনোনয়ন পত্র জমা দেন
বাইজীদ মন্ডল, ডায়মন্ড হারবার: সামনে বিধানসভা নির্বাচনে বিধায়ক পদপার্থী হিসেবে ডায়মন্ড হারবার থেকে সংযুক্ত মোর্চার বামফ্রন্ট এর নতুন মুখ হিসেবে দেখতে পাওয়া যাবে ডায়মন্ড হারবার বিধানসভার ভূমি পুত্র প্রতীক উর রহমান কে I আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কপাট হাট থেকে পথ যাত্রা শুরু হয়ে ডায়মন্ড হারবার থানা পর্যন্ত শেষ হয়,তার পর সেখান থেকে এসডিও অফিসে এসে মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহার হাতে নমিনেশন জমা দেন, সংযুক্ত মোর্চার বামফ্রন্ট এর মনোনীত প্রার্থী প্রতীকুর রহমান Iমনোনয়ন পত্র জমা দেওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন প্রতি নিয়ত মানুষের কাছে বাড়িতে বাড়িতে যাচ্ছি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে,মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে, আমাদের কে বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছে,Iসেই সঙ্গে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতির কথা জনগন তুলে ধরেন প্রার্থীর কাছে,বলেন তৃণমুল এবং বিজেপি দুজনই একই, আজ যে তৃণমুল কাল সে বিজেপি,তাই আমরা বিকল্প হিসাবে আপনাদের কে চাই I ডায়মন্ড হারবার বিধানসভা নির্বাচনে নবীন প্রার্থী হিসেবে আশ্বাস দেন দলের হয়ে সর্ব দিক থেকে কাজ করবে বলে জানিয়েছেন,