|
---|
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ডহারবার: মঙ্গলবার ডায়মন্ডহারবারে নমিনেশান জমা দিল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। মঙ্গলবার ডায়মন্ডহারবার মহাকুমাশাসকের দপ্তরে ডায়মন্ডহারবারের ১৬ টি ওয়ার্ডের প্রার্থীরা নমিনেশান জমা দেন। নমিনেশান জমা দেওয়া উপলক্ষে প্রতিটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ব্যান্ড পার্টি সহযোগে মিছিল ও বের করেন।
ডায়মন্ডহারবারে তৃণমূল কংগ্রেসের নমিনেশান নিয়ে মঙ্গলবার বিধায়ক পান্নালাল হালদার সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য পেশ করেন। তিনি জানান ডায়মন্ডহারবারের ১৬ টি ওয়ার্ডের ১৬ টিতেই আমরা জিতব। ১৬ টি ওয়ার্ডে মানুষ ভোট দেবে উন্নয়ন, শান্তি এবং সহাবস্থানের লক্ষে। করোনা, ইয়াসে আমরা মানুষের পাশে ছিলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সকলের পাশে আছেন। এখানে বিরোধীদের কোনো প্রশ্নই নেই। জণগন আমাদের পাশে থাকবে।