|
---|
সেখ আব্দুল আজিম,হুগলী : চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নবাবপুর পশ্চিম পাড়া তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় দিবারাত্রি কেরাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ১১ই আগস্ট। এই প্রতিযোগিতায় হুগলি হাওড়া এছাড়া অন্য জেলার মোট ৩২ টি দল অংশগ্রহণ করে। খেলা শুরু হয় দুপুর দুটো নাগাদ সমাপ্ত হয় ভোর চারটা ৪৫ মিনিট। উক্ত ক্লাব প্রায় ৩ দশক ধরে এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে ।ফাইনাল রাউন্ড এ ব্যারাকপুর আসিফ উইনার হয় এছাড়া তোড়ল পুর আক্তার রানার্স হয়। এই প্রতিযোগিতায় প্রধান অতিথি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের অন্যতম কর্ণধার কাজী হেদায়েতুল্লাহ উল্লেখ্য কাজী হেদায়েতুল্লাহ ক্রীড়াপ্রেমী, এছাড়া সমাজসেবী ওনাকে ক্লাবের তরফ থেকে ব্যাচ পরিয়ে সম্মান প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় এলাকার কচিকাঁচা থেকে বড়রা ভীষণ আপ্লুত। সংক্ষিপ্ত বক্তব্যে কাজী হেদায়েতুল্লাহ বলেন এই পাড়ার মধ্যে সুন্দর আয়োজন এবং পরিবেশ দেখে তিনি ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়বৃন্দ এছাড়া গ্রামবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানান। উক্ত ক্লাবের সম্পাদক সিদ্দিক আহমেদ জানালেন তাদের ক্লাব মেম্বার এছাড়াও গ্রামবাসীদের সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে সুষ্ঠুভাবে এই কেরাম প্রতিযোগিতা চলে আসছে। তিনি আরো বলেন এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন প্রতিটি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।। শুভেচ্ছা জানিয়েছেন রানার্স ও উইনার্স দলকে। উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হেলাল উদ্দিন মল্লিক এছাড়া স্বাধীন সংবাদ প্রতিনিধি সেখ আব্দুল আজিম এছাড়া এলাকার বিশিষ্ট গুণীজনেরা। রানার্স এবং উইনার্স দলের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব কর্মকর্তাগণ।