|
---|
পারিজাত মোল্লা : রবিবার রাজ্যের মন্ত্রী অরূপ রায়,ফাদার ডেভিস এসডিবি,ফাদার মণি ম্যানুয়াল, সমাজকর্মী সীমা ভৌমিক সহ একাধিক শিল্প ও চিত্রপ্রেমী মানুষের উপস্থিতিতে কলকাতার ময়দান এলাকার আইসিসিআর-এর যামিনী রায় আর্ট গ্যালারিতে শুরু হল চিত্রকর দিবাকর চক্রবর্তী-র ৩১ তম চিত্র প্রদর্শনী।প্রদর্শনী চলবে ৪ এপ্রিল পর্যন্ত। চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী জানান, “যত দিন যাচ্ছে আর্থসামাজিক পরিস্থিতির কারণে শহুরে নরনারীর দৈনন্দিন জীবন থেকে রঙ হারিয়ে তাঁরা অনেকটাই বিবর্ণ হয়ে পড়ছেন।প্রদর্শনীতে পঞ্চাশটার মতো চিত্র দেখা গেলেও রঙিন চিত্র-র পাশাপাশি প্রায় সম সংখ্যক সাদা কালো ছবি দেখতে পাবেন”।