কালিয়াচক ২নং ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির সহযোগীতায় “দিদিকে বলো” কর্মসূচি মোথাবাড়ি অঞ্চলের গ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, মোথাবাড়ি: কালিয়াচক ২নং ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির সহযোগীতায় আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা প্রাঙ্গনে জমায়েত হয়ে রবিবার “দিদি কে বলো” কর্মসূচি মোথাবাড়ি অঞ্চলেজূড়ে। মোথাবাড়ি বিধানসভার কো-চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এর আহবানে ও কালিয়াচক দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগীতায় মোথাবাড়ি অঞ্চলজুড়ে “দিদিকে বলো” কর্মসূচি। মোথাবাড়ি অঞ্চলের প্রতিটা গ্রামে গ্রামে মানুষের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে সরাসরি সংযোগ নাম্বার পৌঁছে দিলেন দলের কর্মীবৃন্দরা। এই কর্মসূচিতে মোথাবাড়ি অঞ্চলজুড়ে মানুষের কাছে সংযোগ বার্তা পৌঁছে দিতে মোথাবাড়ি বিধানসভার কো-চেয়ারম্যান মোহাম্মাদ নজরুল ইসলাম, কালিয়াচক ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস, কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আসাদুল আহমেদ, কর্মাধ্যক্ষ, অঞ্চল প্রধান ও দলের কর্মীবৃন্দরা। মোথাবাড়ি অঞ্চল জুড়ে “দিদিকে বলো” কর্মসূচির ভ্রমণ শেষে দলের কর্মীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য করা হয়েছিল খিচুড়ি ভোজন এর আয়োজন করা হয়েছিল মোথাবাড়ি আব্বাস গঞ্জ হাই মাদ্রাসায়। মোহাম্মদ নজরুল ইসলাম জানান,
এই কর্মসূচিতে ব্যাপকহারে মানুষের সাড়া পেয়েছি মানুষের দুয়ারে দুয়ারে আমরা আজকে দিদির নাম্বার পৌছে দিয়েছি। মানুষ এই কর্মসূচিকে খুব আনন্দের এবং সরাসরি তাদের অভাব অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানানো যাবে এতে সাধারণ মানুষ খুব আপ্লুত। টিংকুর রহমান বিশ্বাস বলেন, আজকে আমাদের এই প্রোগ্রাম দিদিকে বলো কর্মসূচিতে হাজার দেরেক কর্মী আমাদের সাথে ১৫ কি.মি. রাস্তা পদযাত্রা করে মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোগ নাম্বার পৌঁছে দিয়েছি। আসাদুল আহমেদ জানান, আজকে আমাদের কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কর্মসূচি আমরা আজকে মোথাবাড়ি অঞ্চলজুড়ে করলাম আগামীতে ব্লকের ৯টি অঞ্চলজুড়ে আমাদের এই “দিদিকে বলো” কর্মসূচি নেওয়া হবে।