|
---|
নিজস্ব সংবাদদাতা; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় সেজে উঠেছে বিশ্বকর্মা পুজোর মুহূর্ত। আর এবারে বিশেষ আকর্ষণ “দিদি কে বলো” স্টল।
প্রতি বছর নিত্য নতুন সাজে সেজে ওঠা সেই হলদিয়া, এবারে যেন মানুষের মনের অভাব অভিযোগ শুনতে চাইছে। তাই শিল্প শহর হলদিয়ার মানুষের কাছে এবছর বিশেষ সাড়া জাগাল বিশ্বকর্মা পূজায। মন্ডপের পাশেই দেখা গেল “দিদিকে বলো স্টল”। যেখানে “দিদিকে বলো” স্টিকার লাগানো পোশাক পরে বসে রয়েছেন স্বেচ্ছাসেবকরা। সাধারণ মানুষের অনেক কথার উত্তর দিচ্ছেন এবং বোঝাচ্ছেন।
পূজা উদ্বোধন উপলক্ষে এসে এই স্টলেরও উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান নির্বাচিত সাংসদ ও দীঘা ডেভলপমেন্ট অথারিটি চেয়ারম্যান শিশির অধিকারী।