|
---|
হরিশ্চন্দ্রপুর, মহ: নাজিম আক্তার,২৩ নভেম্বর: বাংলার মানুষ যাতে তাঁদের নিজেদের কথা জানাতে পারেন তাই এক অনন্য পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
শনিবার” বিকেল তিনটার সময় হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের মহেন্দ্রপুর জিপি’র বাংরূয়া নিজ গ্রামে দিদিকে বল কর্মসূচি প্রচার চালালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস-চেয়ারম্যান তজমুল হোসেন। কাছের মানুষ তজমুল হোসেনকে পেয়ে দলীয় কর্মীরা ও সাধারণ মানুষ তাদের নিজের সমস্যার কথা বলেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী,হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা, হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের মৎস ও প্রাণী কর্মাধ্যক্ষ নুরুল ওরফে জুল্লু, কৃষি কর্মাধ্যক্ষ মনজুর ইকবাল, হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সদস্য লুৎফা বেগম সহ আরও অন্যান্য স্থানীয় নেতারা।
তজমুল হোসেন জানান,দিদিকে বলো কর্মসূচীতে সুফল পাচ্ছেন রাজ্যবাসী।দিদিকে বলো-তে একবার ফোন করতেই হরিশ্চন্দ্রপুরবাসি দুই মাসের মধ্যেই দুই দুইটি সরকারি বাসের পরিষেবা পেয়েছেন।হরিশ্চন্দ্রপুর থেকে সিউড়ি পর্যন্ত এবং হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত মানুষের যাতায়াতের সুবিধা করে দিয়েছে। মালদা প্রশাসনিক বৈঠকে আসলে মুখ্যমন্ত্রীকে হরিশ্চন্দ্রপুর বাসিরা তাকে ধন্যবাদ জানান।
হরিশ্চন্দ্রপুর তৃণমূল সংগঠনের উদ্যোগে তজমুল হোসেন সহ দলীয় নেতা-কর্মীরা স্থানীয় দোকানদার, ব্যবসায়ী ও পথচলতি মানুষজনের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন। বাংরুয়া গ্রামবাসীদের হাতে ‘দিদিকে বলো’র ভিজিটিং কার্ড তুলে দেন ।
তিনি বলেন ,”মানুষের সাথে মিশতে হবে। আরও ভালো করে মানুষকে আপন করে নিতে হবে। সেই কারণেই এই উদ্যোগ ও কর্মসূচী নেওয়া হয়েছে।”