দিদির দূত কর্মসূচিতে জামালপুর ব্লকের জেলায় বিশেষ স্থান অর্জনের দাবি

সেখ সামসুদ্দিন, ২৬ মার্চ : জামালপুরে সাফল্যের সাথে সম্পন্ন হচ্ছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচী। এই কর্মসূচির অন্তর্গত অঞ্চলে একদিন এই প্রোগ্রামে আজ সকল নেতৃত্ব, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি তথা পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক উপস্থিত হন বেরুগ্রাম অঞ্চলে। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ওরফে দানি, প্রধান হাসনারা বেগম, মৎস্য কর্মধক্ষ্য সুনীল ধারা সহ অন্যান্যরা। জামালপুর ব্লকের ১৩টি অঞ্চলেই দিদির সুরক্ষা কবচের অনুষ্ঠান সম্পূর্ণ করা হয় বলে জানান মেহেমুদ খান। অলোক মাঝি বলেন রাজ্যের নির্দেশ মেনেই তাঁরা তাঁর বিধানসভা এলাকায় যথেষ্ট সাফল্যের সাথেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করছেন। এতে সাধারণ মানুষের যথেষ্ট সারা পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। মেহেমুদ খান বলেন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দিদির দূতেরা, মানুষের অভাব অভিযোগ শুনে ব্যবস্থা করে দিচ্ছেন। এই মুহূর্তে তাঁর ব্লক এই কর্মসূচিতে জেলায় গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।