|
---|
সেখ সামসুদ্দিন : ১৮ ফেব্রুয়ারি, নতুন তৃণমূল লক্ষ্যে নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচের বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে আজ মেমারি বিধানসভার মেমারি ১ ব্লকের গোপগন্তার ১ অঞ্চলে কর্মসূচি পালন করা হয়। সকালে গন্তার চন্ডীতলা মন্দিরে পুজো দিয়ে শুভ আরম্ভ করা হয়। এই কর্মসূচির পরে গন্তার উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে গন্তার পশ্চিম পাড়ায় মধ্যাহ্নভোজ সেরে মগরা গ্রামে জনসংযোগ ও গন্তার ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মীসভা করা হয়। সারাদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ১ ব্লক ছাত্র সভাপতি রাহুল দেব ঘোষাল, যুব সভাপতি মহঃ সাজাহান, এসসি-ওবিসি সভাপতি তাপস বিশ্বাস সহ শাখা সংগঠনের ব্লক ও অঞ্চল নেতৃত্ব, গোপগন্তার ১ গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সদস্যবৃন্দ এবং এলাকার কর্মীবৃন্দ।