|
---|
সেখ সামসুদ্দিন, ১ এপ্রিলঃ মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ড থেকে ১৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত দিদির সুরক্ষা কবচ প্রচার করা হয়। ৯ নম্বর ওয়ার্ডের জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন শহর সভাপতি স্বপন ঘোষাল সহ-সভাপতি আসিস ঘোষ দস্তিদার আইএনটিটিইউসি সভাপতি শেখ আশরাফ আলী প্রমুখ। তারপর ওখান থেকে দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে জোয়ানপুর, তালপাতা, মাঝেরপাড়া হয়ে রক্ষাকালী মন্দিরে পুজো দেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সহ নেতৃত্ব। বিধায়ক মাঝপথে এই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কালীতলা থেকে বেরিয়ে মেমারি হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স সহ সকলের সঙ্গে কথা বলেন বিধায়ক। তারপর ১১ ১৫,১৬,১২, ১৩,১৪ নম্বর ওয়ার্ডে একের পর এক পাড়ায় পাড়ায় ঘোরেন। বিকালে বামুনপাড়া মোড়ে একটি সভা করেন এবং ১৪ নম্বর ওয়ার্ডের নিশিযাপন করবেন বলে জানান বিধায়ক। আরো জানান কাল সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্ত হবে।