|
---|
নিজস্ব সংবাদদাতা : দিদির সংকল্পকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং দিদির সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের দ্বিতীয় পর্যায়ের শুরু তে নক্সালবাড়ি অঞ্চলে অন্নপূর্ণা কালীমন্দির এ পুজো দিয়ে শুভ সূচনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।আজ তিনি মায়ের মন্দিরে পূজো দিয়ে দিদির দূত প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন।মায়ের মন্দিরে পূজো দিয়ে জেলা সভাপতি এদিন মায়ের কাছে আর্শীবাদ প্রার্থনা করে জানালেন এই প্রকল্প একদিন বিখ্যাত হবে। মানুষের কল্যানের জন্য তৈরী মুখ্যমন্ত্রীর এই প্রকল্প। আমাদের কাজ মানুষের কাছে পৌছানো। তাই আগে মায়ের আর্শীবাদ নিলাম।