|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত ২নম্বর ব্লকের খোর্দ গ্রাম পঞ্চায়েতে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি নিয়ে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার উপস্থিত হয়ে ছিলেন।এদিন তিনি সর্ব প্রথম সকালেই খোর্দ অঞ্চলে জোড়া মন্দিরে পূজোদেন এবং সবার জন্য মঙ্গল কামনা করেন। এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,জেলা পরিষদের সদস্যা ওয়াহিদা রহমান গায়েন,জেলা পরিষদের সদস্যা ডলি কয়াল,২নম্বর ব্লকের মহিলা সভানেত্রী শিপ্রা কাঠাল সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এদিন বিধায়ক মন্দিরে পূজা দেওয়ার পর তারপর তিনি মন্দির প্রাঙ্গনে এলাকার কিছ মানুষের সঙ্গে কথা বলেন।তারপর অঞ্চলে একাধিক জায়গায় পায়ে হেঁটে ঘুরে দেখেন সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তাদের সুবিধা অসুবিধার কথাগুলি জানেন।তারপর তিনি পাড়ায় গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জিজ্ঞাসা করেন রাজ্য সরকারের প্রকল্পগুলি তারা পাচ্ছে কি না।যারা পাচ্ছে না তাদের দিদির দূত অ্যাপের মাধ্যমে আবেদন করার কথাও জানান। সেখান থেকে তিনি এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দুপুরের মধ্যাহ্নভোজন করে। বিধায়ক তিনি বলেন তার সারা দিন টানা কর্মসূচি রয়েছেন খোর্দ অঞ্চল জুড়ে। এবং দিদির সুরক্ষা কবচ অঞ্চলে একদিন প্রথম প্রচারকার্যের এই প্রারম্ভে, দলের নেতাকর্মীরা আমাদের আচার-সংস্কৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে খোর্দ অঞ্চলের জোড়া মন্দির পরিদর্শন করা হয়। ব্লক সভাপতি অরূময় গায়েন বলেন গ্রামীণ বাংলার রীতি-নীতি, সংস্কৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এইরকম একটি কর্মসূচি দিয়ে গোটা প্রচারকার্য শুরু করা হয়েছে।