|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা : গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের উত্তর দেবীপুরে ২৩ শে জানুয়ারি সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বীর বিপ্লবী নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্য দান করে বিশেষ পূজা পাঠের মাধ্যম দিয়ে দিদির সুরক্ষা কবচ দলীয় কর্মসূচি সুরু করেন কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান অঞ্চল সভাপতি পিন্টু মণ্ডল, সম্পাদক জাকির মন্ডল গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ ট্যাবলোর সাথে রংবেরং এর বেলুন, বাজনা বাঁদনের মধ্যে কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ সময়ের পথ অতিক্রম করেন।পরে মধ্যাহ্নভোজনের পর কর্মী সভা এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল জানালেন সাধারণ মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং দিদির একাধিক সূফল পাবেন।