দিদিকে বলো প্রকলপে রাস্তা ঢালাই কুশমোড়ে

নিজস্ব সংবাদদাতা:পাইকর: বীরভূম জেলার মুরারই-২ ব্লকের পাইকর থানার ও নলহাটি বিধানসভা এলাকার কুশমোড় – ২ পঞ্চায়েতের কুশমোড় গ্রামের PMGSY পিচ রাস্তা থেকে ঈদগাহ,মাদ্রাসা, কবরস্থান ও দ্বিতীয় ঈদগাহ পর্যন্ত দিদিকে বলো প্রকলপে রাস্তা ঢালাই এর কাজ শুরু হলো। এর ফলে যাতায়াত সমস্যার সমাধান হবে। এতে গ্রামের মানুষ খুব খুশি ও দিদির প্রসংসাই পঞ্চমুখ। প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য ওসমান গনি সাহেবের উদ্যোগে কাজটি শুরু হওয়ায় সকালেই খুশি।