|
---|
নিজস্ব সংবাদদাতা : দশমীর রাতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় মাল নদীতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে আছে অন্তত ৮ জন, আহত সংখ্যা ১৪ জন।জলপাইগুড়ির এই ঘটনায় শিহরিত সবাই।
স্বাভাবিক বন্যা ও হড়পা বানের মধ্যে পার্থক্য
একনাগাড়ে অবিরাম বৃষ্টিপাত হলে নদীর জল স্তর বাড়তে থাকে, ক্রমশ জল স্তর নদীতে বাড়ার ফলে সেই জল আবার সমতল এলাকায় গিয়ে প্লাবিত করে। তখন তাকে বন্যা বলা হয়।
হড়পা বান কিছুটা আলাদা, হড় পাহাড়ে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়, জলস্তর মাপার সময় থাকেনা। পাহাড়ি এলাকায় ৬ ঘন্টা বৃষ্টিপাত হলেই, পাহাড়ি এলাকার নদীগুলিতে হড়পা বান হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত পাহাড়ি এলাকার নদীগুলোতে হড়পা বান হয়ে থাকে। এছাড়া ভূপৃষ্ঠ গরম হয়ে পড়লে, বরফ গলে যায় বরফ গলে জল হয়ে সেই জল পাহাড় বেয়ে নদীতে পড়ে এবং নদীর জলস্তার বেড়ে যায়। হড়পা বান সম্পর্কে আগেভাগেই সচেতন হওয়া দরকার, কারণ মুহূর্তের মধ্যে ধ্বংসলীলা করে এ হড়পা বান। যার দৃষ্টান্তমূলক উদাহরণ মালবাজারের মাল নদীর ঘটনা।