|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া;সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরুপে বিশালাক্ষি বিদ্যাংদেহী নমোহস্তুতে বছরের বসন্ত শুক্ল পঞ্চমী তিথিতে, এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্মরণ করতে বোধহয় ভোলেনা কোনো ছাত্রছাত্রীই! তবে মাধ্যমিকের গণ্ডি পেরোনো অথবা কলেজ পড়ুয়াদের মাঝে এদিনটি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালিত হয়ে আসছে দেখা যাচ্ছে বিগত বেশ কয়েকবছর যাবৎ! তবে এ বছর করোনা আবহে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ ছিলো এক বৎসর। সঠিক সময়ে কুল খুললেও! স্কুল খোলার নাম গন্ধ ছিলোনা এতোটুকু! তবে কিছুদিন আগেই শিক্ষামন্ত্রীর প্রেসবিজ্ঞপ্তিতে আগেভাগে সকলে জানতে পারলেও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এখনো লিখিত নির্দেশ এসে পৌঁছায়নি। তাই এবছর বিদ্যার দেবী আসার আগেই কি! খুলবে স্কুল?
যদি তা না হয়, তাহলে পুজোর আবশ্যকতা কি! এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন অভিভাবকবৃন্দ। তবে বেশিরভাগ বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে কি না! তা নিয়ে যাদের রুজিরুটি অর্থাৎ সেই মৃৎশিল্পীরা কিন্তু যথেষ্ট চিন্তিত! দুর্গাপুজো লক্ষ্মীপূজো কালীপুজো নিয়ে আশাবাদী ছিলেন কম হলেও বিক্রি হবে প্রতিমা! কিন্তু বিদ্যালয় না খুললে, কর্মচারীদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত কাজ প্রদানের ফলে প্রায় সমাপ্তির পথে জমিয়ে রাখা বেশকিছু প্রতিমা এখন বিদ্যা লোকের দিকে তাকিয়ে! তারিখ হিসেবে এবছর সরস্বতী পুজো ১৬ ফেব্রুয়ারি। সেই দিন পুজোর মুহূর্ত শুরু হচ্ছে সকাল ৬:৫৯ মিনিট থেকে বেলা ১২:৩৫ মিনিট পর্যন্ত। স্থিতিকাল ৫ ঘণ্টা ৩৬ মিনিট। তিথি হিসেবে২০২১ সালের বসন্ত পঞ্চমী তিথি পড়ছে ১৬ ফেব্রুয়ারি ভোর রাত ৩:৩৬ মিনিট থেতে তা চলবে ১৭ ফেব্রুয়ারি ভোর ৫:৪৬ মিনিট পর্যন্ত।