‘দুয়ারে পুলিশ’ কর্মসূচির প্রথম দিনে নানা নালিশ ও আবেদন জমা পড়ল

নতুন গতি নিউজ ডেস্ক: কেউ জানালেন রাস্তা সংস্কারের আর্জি, কেউ আবার গার্হস্থ্য হিংসার অভিযোগ। জেলায় ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচির প্রথম দিনে এমনই নানা নালিশ ও আবেদন জমা পড়ল ভাতারের মাহাতা এলাকার দুধবাগান ও আউশগ্রামের কালিকাপুরে।

    জেলা পুলিশ ও ভাতার থানার উদ্যোগে মাহাতা পঞ্চায়েতের দুধবাগানে আদিবাসী অধ্যুষিত এলাকায় শনিবার শিবির করা হয়। অনেকে হাজির হন নানা সমস্যা নিয়ে। কেউ পারিবারিক সমস্যা, কেউ জরুরি নথিপত্র হারিয়ে যাওয়া, কেউ জমি-জায়গার নথি সংক্রান্ত সমস্যার কথা জানান। বৃদ্ধ মানিক হেমব্রম মাহাতা বাসস্ট্যান্ড থেকে মাঝেরপুর পর্যন্ত রাস্তাটি সংস্কারের আবেদন জানান।

    শিবিরে ছিলেন জেলার ডিএসপি (ডিআইবি) বীরেন্দ্রকুমার পাঠক, সার্কেল ইনস্পেক্টর (বর্ধমান এ) সাধন বন্দ্যোপাধ্যায়, ভাতার থানার ওসি প্রণব বন্দোপাধ্যায়। ডিএসপি (ডিআইবি) জানান, ভাতার থানা থেকে মাহাতা দুধবাগান এলাকা প্রায় তিরিশ কিলোমিটার দূরে। এই এলাকার বহু মানুষ সব সময় থানায় যেতে পারেন না। তাই এখানে শিবির করা হল।

    আউশগ্রামের জঙ্গলঘেরা কালিকাপুর থেকে নিকটবর্তী ফাঁড়ির দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ দিন সেখানে ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচি নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়েছেন এলাকার কিছু মহিলা। তাঁদের অভিযোগ, স্বামী মারধর করেন। এ ছাড়া, আধার কার্ড, রেশন কার্ড হারিয়ে যাওয়ার মতো সমস্যা জানিয়েছেন অনেকে। গোটা দশেক অভিযোগ নথিভুক্ত করা হয় শিবিরে। সব ক’টি অভিযোগ এবং সমস্যারই দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছে পুলিশ। এই শিবিরে ডিএসপি (ডিআইবি) ছাড়াও, ছিলেন আউশগ্রাম থানার আধিকারিক উত্তম মণ্ডল-সহ পুলিশকর্মীরা। মাদক বর্জন, বয়স্কদের সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ রোধ, নারী-সুরক্ষা, শিশুশ্রম বন্ধের মতো বিভিন্ন বিষয়ে মানুষজনকে সচেতন করা হয় এই শিবির থেকে।

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় জানান, যে সব অভিযোগ পুলিশের এক্তিয়ারের বিষয় নয়, এ ধরনের শিবিরে সেগুলির বিষয়েও তথ্য নেওয়া হবে এবং সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।