দিঘাতে কোভিড যোদ্ধাদের সম্মাননা জানালো মানবাধিকার সংগঠন।

লু তুব আলি : দিঘাতে কোভিড যোদ্ধাদের সম্মাননা জানালো মানবাধিকার সংগঠন। কোভিড যোদ্ধা সম্মান ২০২২ ও মানবাধিকার প্রশাসনিক পরিচয় পর্ব আয়োজনে ছিল ইন্ডিয়ান হিউম্যান রাইটস অরগানাইজেশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। উল্লেখ্য, কোভিড চলাকালীন যে সমস্ত স্বাস্থ্যকর্মী, নার্স ডাক্তারবাবুরা নিজেদের জীবনকে উপেক্ষা করে স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত থেকে হাজার হাজার কোভিড রোগীদের সারিয়ে তোলে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়ে নজির করেছেন সে সমস্ত ব্যক্তিদের মানবাধিকার সংগঠনটি সম্মান জানানোয় এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানান। এই মানবাধিকার সংগঠনটির পূর্ব মেদিনীপুর সভাপতি সুভাষ পাত্র অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ দেন। এই প্রতিবেদক এর সঙ্গে এক সাক্ষাৎকারে সুভাষ পাত্র বলেন, প্রথম সারির কোভিদ যোদ্ধাদের সম্বর্ধনা ও স্মারক সম্মান, সিভিক ভলেন্টিয়ার, স্বাস্থ্যকর্মী, সিভিল ডিফেন্স কর্মী, দমকলকর্মী এবং বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, বালিসাই হাসপাতালের বি. এম.ও.এইচ ডাক্তারবাবু আবু সুফিয়ান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক শ্যামল জানা, বিশিষ্ট সমাজসেবী ও সম্পাদক দীঘা এন জি ও স্বপন মাইতি প্রমুখ এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য শাখার বোর্ড মেম্বার অরূপ বিশ্বাস, রাজ্য শাখার সভাপতি মনোতোষ বেরা, উইমেন উইংস এর রাজ্য শাখার সহ-সভাপতি শর্মিষ্ঠা নায়েক।