ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে বীরভূমের খয়রাশোল ব্লক চত্বরে মানুষের ঢল

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: এন,আর,সি নিয়ে দেশজুড়ে চলছে চাপা উত্তেজনা। কেন্দ্রীয় সরকারের এন,আর,সি বা পঞ্জীকরন নীতির প্রতিবাদে বাংলা সহ সমগ্র দেশজুড়ে এর প্রতিবাদে প্রতিনিয়ত চলছে বিরোধী দলের মিছিল মিটিং। এই রকম পরিস্থিতির মাঝে ব্লকে ব্লকে ৯ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলছে বিশেষ ক্যাম্প, ডিজিটাল রেশন কার্ড এর জন্য আবেদন পত্র দাখিলের কাজ।এন,আর,সি র আতঙ্ক, রেশনের সুবিধা, না অন্যকিছু সে যাহা হউক না কেন রেশন কার্ড পাওয়া নিয়ে কথা। এজন্য আজ ১৬ সেপ্টেম্বর বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বিভিন্ন এলাকার মানুষজন খয়রাশোল ব্লক চত্বরে সকাল থেকে প্রখর রৌদ্র মাথায় নিয়ে,কেওবা ছাতা মাথায় লম্বা লাইনে দাঁড়ানোর চিত্র লক্ষ্য করা যায়। সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে থাকা কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের সুবোধ মন্ডল,বিনোদ বাউরি রুপুষপুর পঞ্চায়েত এলাকার সোলেমান খান , লোকপুর পঞ্চায়েত এলাকার সেখ দিলদার,সেখ মফিজুল সহ সকল ব্যক্তির বক্তব্যে ফুটে ওঠে দূর দূরান্ত থেকে আসা এবং রৌদ্রে দাঁড়িয়ে থাকার সমস্যা, যাহা পঞ্চায়েত স্তরে এরূপ বিশেষ ক্যাম্প করে আবেদনপত্র জমা নেওয়ার জন্য অনুরোধ করেন। অন্যদিকে ব্লক খাদ্য নিয়ামক অফিসার অরুনাভ দে জানান আগামী কাল অর্থাৎ ১৮ তারিখ থেকে পঞ্চায়েতে পঞ্চায়েতে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে, এজন্য পঞ্চায়েত ভিত্তিক ফর্ম পাঠানো হয়েছে, এখানে নতুন কার্ডের জন্য আবেদন পত্র দাখিল করেছেন বেশিরভাগ মানুষ। সরকারি নির্দেশ মোতাবেক যে ভাবে কাজ শুরু হয়েছে তাহা কয়েক মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে, আশাকরি রেশন কার্ড সংক্রান্ত আর কোনো সমস্যা হবে না।