কর্মসূচি ঠিকঠাক পালন হচ্ছে কিনা তার জন্য ডিজিটাল নজরদারি চালাবে সিপিএম

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২৫ মে থেকে ৩১ মে সমস্ত প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ঠিকঠাক পালন হচ্ছে কিনা তার জন্য ডিজিটাল নজরদারি চালাবে সিপিএম। কর্মসূচির ভিডিও জমা দেওয়া ও প্রয়োজনে লাইভ স্ট্রিমও করতে হবে।

    এই বিষয় রবীন দেব বলেছেন “জেলায় এই কর্মসূচিগুলো হচ্ছে কি না তার রিপোর্ট পাঠাবে সেখানকার নেতৃত্ব।” সুজন চক্রবর্তীর বক্তব্য  “জেলা নেতৃত্বই সবটা আয়োজন করে। কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব কোনও কর্মসূচি দিলে জেলা নেতৃত্বই সবটা করতে বলে দেয়। আবার তারাই ফিডব্যাক পাঠাবে।”