|
---|
আয়ুব আলি নতুন গতি : ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের ২য় বর্ষ পূর্তি ও ২৪ তম সাহিত্য বাসর ও দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে, ১৯ শে জুলাই শুক্রবার ২০২৪ কৃষ্ণনগর দ্বিজেন্দ্র পাঠাগার প্রাঙ্গণে পুর্নিমা মিলন কক্ষে নব ভারতী পত্রিকা,রোপন সাহিত্য পত্রিকা, সময়ের কথা পাক্ষিক পত্রিকা ও তাহাদের কথা মাসিক পত্রিকা – র পরিচালনায় নদিয়া জেলার এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিক সাংবাদিক গন উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। অনুষ্ঠানে র উদ্বোধন করেন প্রাবন্ধিক ও কৃষ্ণনগর দ্বিজেন্দ্র পাঠাগারের সম্পাদক স্বপন মৈত্র, বিভিন্ন সঙ্গীত শিল্পী দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি এছাড়াও জেলা থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনীর উপর আলোকপাত করেন। মঞ্চে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন মৈত্র, রমজান শেখ, হজরত আলি, সঞ্জয় কুমার ঘোষ সহ অন্যান্য কবি সাহিত্যিকগন।