|
---|
হামিম হোসেন মণ্ডল : রবিবার সন্ধ্যা ৬টা ২০মিনিট নাগাদ মালদার হরিশচন্দ্রপুরের জাবরা এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়ক উপর একটি মাল বোঝাই ট্রাক পাল্টি খেল। জখম হন গাড়ির চালক। তবে হতাহতের তেমন খবর নাই। খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানাগেছে গাড়িটি তুলসীহাটা থেকে চাঁচলের দিকে যাচ্ছিল। রাস্তাটি খারাপ থাকায় দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ চলছে। ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। ফলে এদিন একপ্রকার ভারসাম্য খুঁইয়ে রাস্তার উপর পাল্টি খেলো প্লাস্টিক বোঝাই ট্রাক বা লরিটি। স্থানীয় এক বাসিন্দা আয়ুব আলি ‘নতুন গতি’কে জানান, ‘রাস্তা খারাপ, অনেকদিন ধরে রাস্তার কাজ চলছে। আর প্লাস্টিকের মাল ভর্তি লরিটিও ওভারলোডিং ছিল। তাই পাল্টি খেলো।’