|
---|
এ.এস.এম মিনহাজুল,নতুন গতি, নতুন দিল্লি:
একটি ভায়াবহ অগ্নিকান্ড ঘটে গেল মধ্য দিল্লির কোরাল বাঘ হোটেলে।আগুন লাগে মঙ্গলবার ভোর ৩ টা ৪০ নাগাদ।স্থানিয় সুত্রে জানাজায় যে প্রথমে আগুন লাগে চতুর্থ তালায়।তার পর তা সব জায়গায় ছড়িয়ে পড়ে।
সেই সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়ে থাকার কারণে তারা আগুল লাগার ব্যাপার টা টের পাইনি।৪০ টি ঘরে প্রায় ৫২ জন অতিথি ছিলেন,তার মধ্যে ১৭ জন নিহত এবং ৩৬ জন আহত।প্রশাষনের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।