মালদা রেল ষ্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হলেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

মালদা, ৯ জুন : উত্তর বঙ্গ থেকে কোলকাতা ফেরার পথে মালদা রেল ষ্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হলেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, হেরেও ছারছে না। গণতন্ত্রে মানুষের রাই শেষ কথা। সেটা মমতা ব্যানার্জির মানতে রাজি নয়। মানুষের আশীর্বাদে বিজেপি জিতেছে। একটা স্বৈরাতান্ত্রিক অত্যাচার নামানোর চেষ্টা করা হচ্ছে। উনাদের মিছিল চলবে। ওটা শান্তি মিছিল। আমাদের মিছিল করতে দেবেন না। ১৪৪ ধারা জারি করা হবে। কেন এটা হবে। আমরা তার কোন নিয়ম মানবো না। কোন ফরমান মানবো না।উনি যদি ভাবেন পুলিশ দিয়ে পেটাবেন। তাহলে রোজ এরকম পরিস্থিতি হবে। পুলিশকে বলির পাঠা করে বিজেপির সামনে ঠেলে দিচ্ছে। ডিজে করে মিছিল হচ্ছে উনার দলের ক্যাডাররা উনার কথা মানেন না। আমরা কেন মানবো। পুলিশকে ঝাড়ুর মতো ব্যবহার করছে।পুলিশ অফিসাররা এমন মুখ করে দাঁড়িয়ে থাকছে যে আমার কষ্ট হচ্ছে। অভিনন্দন মিছিল চলবে।আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন অন্যায় হলে প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিশোধ নাও। এতদিন প্রথম দুটো করেছি এবার শেষেরটা করব। গঙ্গারামপুরে অনুষ্ঠান শেষ করে কলকাতায় যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে একথা বলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।।