সিট-র তদন্ত নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

নতুন গতি নিউজ ডেস্ক: হাইকোর্টে আজই সিদ্ধান্ত হয়েছে সিট-এর তদারকি করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঞ্জুলা চেল্লুর। সিট-র তদন্ত নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “ওরা ওদের দলের লোককে বসাতে পারলে খুশি হত। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি ক্ষেত্রে আপত্তি। এটা যদিও নতুন নয়। এটাই বাংলার চরিত্র হয়ে গেছে। কোর্ট মানব না, সংবিধান মানব না – জানি না এটা বাংলার সংস্কৃতি কি না। তালিবান শাসন চলছে বাংলায়।“ পাল্টা ফিরহাদ হাকিম বলেন, “একটা বক্তব্য থেকেই যাচ্ছে সিট-র তদারকি হলে সিবিআইয়ের কেন হবে না?”