“বহু লোক বিজেপিতে আসছে, চলে যাচ্ছে। তাই সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে।’’: দিলীপ ঘোষ

নতুন গতি নিউজ ডেস্ক: বিরোধী দলনেতাকে নিয়ে দলের অন্দরেই অসন্তোষ। আর তা নিয়েই এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বহু লোক বিজেপিতে আসছে, চলে যাচ্ছে। তাই সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে।’’ অনেকে ধারণার বশবর্তী হয়ে অনেক কথা বলছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে দলে অসন্তোষ প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

    নারদকাণ্ডের প্রসঙ্গ টেনে এতদিন তাঁকে তৃণমূল নিশানা করছিল। এবার শুভেন্দু অধিকারীর দিকে আক্রমণ ধেয়ে এল দলের মধ্যে থেকেই। তৃণমূলত্যাগী নেতা, রথীন চক্রবর্তীর নেতৃত্বাধীন কমিটি তৈরির প্রতিবাদে,সরাসরি বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করলেন হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি। বললেন, “ওঁকে নারদে টাকা নিতে দেখা গেছে, ওঁর কাছে সার্টিফিকেট নেব না’’। পুরভোটের লক্ষ্যে বিজেপি যে কমিটি তৈরি করেছিল, তাকে ‘তৃণমূলের বি টিম’ বলেও কটাক্ষ করেছেন সুরজিৎ সাহা। আর শুভেন্দুর বিরুদ্ধে এভাবে মুখ খোলার পরই তাঁকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

    উল্লেখ্য, হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাতেই বৈঠকে বসে বিজেপি। উপস্থিত ছিলেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। বৈঠকে ছটপুজোর জন্য আসতে পারেননি রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক ও হাওড়া জেলার নেতা সঞ্জয় সিংহ। বিজেপি সূত্রের খবর, বৈঠকে সেকথা উল্লেখ করে, কমিটি গঠন পিছিয়ে দেওয়ার কথা বলেন বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি সুরজিৎ সাহা। সেখানেই শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন বলে দাবি সুরজিতের। এরপরই বুধবার সকালে শুভেন্দুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিস্ফোরক আক্রমণ শানান জেলা বিজেপির এই শীর্ষ নেতা। এরপরই তাঁকে বহিষ্কার করে বিজেপি।

    প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি-তে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। সম্প্রতি তৃণমূলে প্রত্যাবর্তন হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আগরতলায় অভিষেকের সভামঞ্চে দাঁড়িয়ে পুরনো দলে ফেরেন তিনি। তার আগে তৃণমূলে যোগ দেন বিজেপি ছেড়ে বেরিয়ে আসা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। চলতি মাসেই বিজেপির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। আর এপ্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষের মন্তব্য বহু লোক বিজেপিতে যোগ দেওয়া এবং পরে ছেড়ে দেওয়ার জন্যই সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে।