দিলীপ ঘোষ: নরেন্দ্র ‌মোদীর উপর ভরসা রাখুন। দিদির উপর ভরসা করলে কপালে তালিবানদের গুলি খেতে হবে।

নতুন গতি নিউজ ডেস্ক: তালিবানের হাতে এখন আফগানিস্তানের শাসন ক্ষমতা। সেখানের পরিস্থিতি দেখে আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। কারণ এমন চরম ঘটনা ঘটিয়ে চলেছে তারা। এখন বহু বাঙালি তথা ভারতবাসী সেই দেশে আটকে রয়েছেন। যা নিয়ে তৈরি হয়েছে উৎকন্ঠা। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখার পরামর্শ দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। উলটে তুলোধোনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    ঠিক কী বলেছেন মেদিনীপুরের সাংসদ?‌ তিনি বৃহস্পতিবার বলেন, ‘নরেন্দ্র ‌মোদীর উপর ভরসা রাখুন। দিদির উপর ভরসা করলে কপালে তালিবানদের গুলি খেতে হবে।’‌ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানে আটকে পড়েছেন বাংলার ২০০ জন। তাঁদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে। উদ্বেগ দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে। নবান্ন থেকে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন খোঁজ রাখার জন্য। এমনকী স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখে পাঠানো হয়েছে।

    এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‌লকডাউনের সময়ও প্রধানমন্ত্রী মোদীজি দেশবাসীকে ফেরানোর ব্যবস্থা করেছিলেন। এবারও তিনিই ব্যবস্থা করবেন ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত।’‌ কিন্তু কেন তিনি এমন বিতর্কিত মন্তব্য করলেন তার ব্যাখ্যা দেননি।

    দিলীপ ঘোষকে তাঁর মন্তব্যের জন্য পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‌বাংলার সরকারের হাতে যদি বিদেশ দফতর, প্রতিরক্ষা দফতর এবং আন্তর্জাতিক বিমান থাকত, তাহলে আমরাও নিয়ে আসতাম। আমাদের সরকার সকলকে ফিরিয়ে আনত। সাংবিধানিক কাঠামোয় আমাদের কেন্দ্রীয় সরকারকে লিখতে হচ্ছে। কেন্দ্রে যাঁরা থাকবেন, তাঁদের করতে হবে। এখানে মোদী–দিদি করার দরকার নেই।’‌