সাবাইকে দেখে নেব, মগরাহাটের জনসভা থেকে আবরও বিতর্কিত ভাষণ দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা, মগরাহাট: মগরাহাটের মুলটিতে আজ বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। সভা থেকে তিনি বলেন, এই কয়টা পুলিশ আছে তাই লাফাচ্ছ চিংড়ি মাছের মতন, কাউকে খুঁজে পাওয়া যাবে না, বহু লোককে সিদে করেছি আমরা। বিহার উত্তরপ্রদেশের বড় বড় মাফিয়া গুন্ডারা হয় জেলে নয় বিহার ইউপি ছেড়ে পালিয়েছে । এখন তারা দিদির ছাতার তলায় এসে আমাদের চমকাচ্ছে সব দেখে নেব। মগরাহাটের মুলটি জনসভায় যোগ দিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে “পাল্টা মার’ দেওয়ার নিধান দিয়ে দিলীপ বলেন, দিদির গুন্ডাদের ওপর যদি উল্টে আধলা ইট পড়ে তাহলে ব্যান্ডেজ বাঁধা জায়গা হবেনা । হাসপাতালেও জায়গা থাকবেনা।
সম্প্রতি সংখ্যালঘু মানুষের দাবি-দাওয়া নিয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী আজ তিনি নতুন দল গঠন করেছেন। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আব্বাস সিদ্দিকী দল করছে,মিম দল করেছে, তাতে নাকি দিদির হার্টবিট বেড়ে গিয়েছে। সুগার বেড়ে যাচ্ছে, কেন দিদি মুসলমান ভোট কি আপনার জমিদারি নাকি!
এদিনের সভায় মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রায় হাজারখানেক তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন। নতুন দলে আসা বেশ কয়েকজনের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে , বিজেপিতে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।