|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: দিলীপ ঘোষের পরিবার লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন, কটাক্ষ করেছেন অনুব্রত মন্ডল। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রতিনিয়ত রাজ্যকে তুলোধনা করছে বিজেপি। আক্রমণ এই প্রকল্প নিয়ে আক্রমণ করছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও। কিন্তু যতই বিজেপি বিরোধিতা করুক, কিন্তু তার সুফল পেতে চান গেরুয়া শিবিরের নেতারাও। শুধু তাঁরাই নন, স্বাস্থ্যসাথী কার্ড করাতে লাইন দিচ্ছেন তাঁদের পরিজন-আত্মীয়রাও। ঝাড়গ্রামের জেলা সভাপতি সুখময় শতপথীর পরিবারের পর এবার খোদ বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের পরিবার করাল স্বাস্থ্যসাথী কার্ড। যিনি কি না এই প্রকল্পের সবচেয়ে বড় সমালোচক, আরত তাঁর পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড করাতে লাইনে দাঁড়ালেন।
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের আদি বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে। এখনও দিলীপ ঘোষের মা, ভাই-সহ পরিবারের সদস্যরা সেখানেই থাকেন। ভাই হীরক ঘোষ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। খুড়তুতো ভাই সুকেশ ঘোষ জেলা বিজেপির সহ-সভাপতি। তাই স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের পাশাপাশি তাঁর ভাইদের গলায়ও সর্বদাই শোনা যায় মুখ্যমন্ত্রী বিরোধী সুর। স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গেও বারবার রাজ্যকে নিশানা করতে দেখা গিয়েছে তাঁদের। এসবের মাঝেই সম্প্রতি যেখানে গোপীবল্লভপুরের কুলিয়ানা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা হচ্ছে, সেখানে দেখা যায় হীরক ঘোষের স্ত্রী-সহ পরিবারের বেশ কয়েকজনকে। স্বাভাবিকভাবেই বঙ্গবিজেপির প্রথম সারির নেতার পরিবারের সদস্যদের এই কার্ডের লাইনে নজরে পড়তেই নানারকম আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনা সামনে আসতেই তীব্র কটাক্ষে করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। আজ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বক্সীনগরে এক জনসভায় যোগ দেন অনুব্রত মন্ডল। সেখানেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করেন তিনি। তিনি বলেন, আজ দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে।