হীরক জয়ন্তী উপলক্ষ্যে কৃষি বিষয়ক আলোচনা চক্র আয়োজিত হল প্রগতি সংঘ ক্লাবে

 

    বিশ্বদীপ নন্দী, বালুরঘাট –
    মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পর রাজ্যের কৃষি ক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কৃষকদের প্রশিক্ষিত করতে বিভিন্ন জেলার কৃষি দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ শিবির এবং আলোচনা সভারও আয়োজিত করার নির্দেশ তিনি দিয়েছেন। সেই নির্দেশে অনুপ্রাণিত হয়ে জেলা কৃষি দপ্তরের সহযোগিতায় বালুরঘাটের চকভৃগু এলাকার প্রগতি সংঘ ক্লাব তাদের ক্লাবের হীরক জয়ন্তী উপলক্ষ্যে কৃষি বিষয়ক আলোচনা সভা আয়োজন করে। এই সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক জ্যোতিরময় বিশ্বাস, সহ কৃষি আধিকারিক অনির্বান লাহিড়ী, বালুরঘাট ব্লক কৃষি আধিকারিক পার্থ মুখার্জি প্রমুখ। এই সভায় কৃষক দের ফোয়ারা চাষ সম্পর্কে একটি সম্যক ধারনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক অংশ গ্রহন করেন। কৃষির উন্নতিতে জেলা কৃষি দপ্তর তথা প্রগতি সংঘের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে কৃষক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই।এই বিষয়ে ক্লাব সভাপতি দীব্যেন্দু সিদ্ধান্ত বলেন কৃষি প্রধান আমাদের জেলায় কৃষকদের কথা মাথায় রেখে আমাদের ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের পাশাপাশি আমরা এই আলোচনা চক্রের আয়োজন করেছিলাম এই আলোচনা চক্রের মাধ্যমে কৃষকরা যদি উপকৃত হয় তবেই আমাদের স্বার্থকতা।