|
---|
নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ বাজার বলতে দিনবাজার। প্রতিনিয়ত এখানে ভিড় জমান সাধারণ মানুষ। রোজকার দিন নয়, এদিন আবার নববর্ষ, বাঙালির নতুন বছর। তাই ভিড় ছিল আরও বেশি। চৈত্র সেলের বাজারে একেই ভিড় ছিল দেদার, তার মধ্যে বৈশাখের আগমণের আগে বাজারে উৎসাহ ছিল আরও বেশি। তাই মুহূর্তটা ছিল খুবই আবেগের, কারণ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষে নতুন বস্ত্র, ঠাসা আনন্দ আর ভরপুর খাওয়া। আর এরই মধ্যে জলপাইগুড়ির দিনবাজার সংলগ্ন এলাকায় হঠাৎ আগুনেরফুলকি পরতে দেখে মানুষ। এলাকায় আগুনলাগার আতঙ্ক ছড়িয়ে পরে। দ্রুত ঘটনাস্থলেছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশও। পরে জানা যায় ওই এলাকার একটি বাড়ির ছাদে ঝালাইয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের দলা নীচে পুরোনো প্লাইয়ের উপরে পড়লে আগুন লেগে যায়। সেখান থেকে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ শা। জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ শা বলেন, ‘তেমন কিছু নয়। একটি বাড়িতে ঝালাইয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের ফুলকি দেখা যায়। সেটা নীচে থাকা প্লাইউডের (plywood) উপরে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে দমকল আসার আগেই মিস্ত্রিরাই নিয়ন্ত্রে এনে ফেলে আগুন। আমরা ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের সকলকেই বলেছি আতঙ্কিত না হতে। এতে কারও ক্ষতি হয়নি এবং খুব সামান্য বিষয়ে অকারণে আতঙ্ক ছড়ানোর কারণ নেই।’