দ্বীনিয়াত মুনাযযম মক্তবের বার্ষিক সভা।

আর এ মন্ডল,সোনামুখী : বাঁকুড়া জেলা দ্বীনিয়াত সেন্টারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাৎসরিক সভা সহ জেলার কুড়িটি মক্তবের প্রায় হাজার দুই ছাত্র ও ছাত্রীদের নিয়ে একটি মেধা-অন্বেষণ ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 12 ই মার্চ রবিবার সম্পূর্ণ হয়।সোনামুখীর ধানশিমলা রেলগেটের পার্শ্ববর্তী ফুটবল মাঠে
সকাল আটটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠান চলে। সভায় সভাপতিত্ব করেন জেলা দ্বীনিয়াত সেন্টারের জিম্মাদার মুফতি আহসানুল্লাহ কাসেমী সাহেব । বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মেহেদী হাসান সাহেব,বাংলা দ্বীনিয়াত সেন্টারের পরিচালক মওলানা সাইফুদ্দিন নাদবী, দ্বীনিয়াত মুনাযযম মক্তবের প্রশিক্ষক ক্বারী ইয়াহইয়া সাহেব ও ইলমা ইংলিশ মিডিয়াম স্কুলের কর্ণধার ও সমাজসেবী গোলাম মুরসালীন সাহেব প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই দ্বীনি শিক্ষা প্রসারে মুনাযযম মক্তবের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর জ্ঞানগর্ভ আলোচনা করেন।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জেলার জিম্মাদার হাফিজ আশরাফ সাহেব জানান যে, প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। হিফজে সুরাহ,বক্তব্য ও ইসলামিক ক্যুইজ তিনটি বিষয়ে প্রতিযোগিরা অংশগ্রহণ করে। হিফজে সুরাহ তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ধাড়িমপুর মক্তবের মহঃ সালাউদ্দিন,উলাই মক্তবের নার্গিস খাতুন ও ভাগলুই মক্তবের রিয়াজ মন্ডল। বক্তব্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে উলকুন্ডা মক্তবের মহঃ নুরুদ্দিন, বহরপুর মক্তবের সানাম খাতুন,সিরাজপল্লী মক্তবের মফিজুল মন্ডল। ইসলামিক ক্যুইজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বনপারুল মক্তবের মুসকান খাতুন,কুমরুল মক্তবের আলিফ মোল্লা, রসুলপুর মক্তবের আতাউল হোসেন ।
এছাড়াও সমস্ত প্রতিযোগীকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা দ্বীনিয়াত সেন্টারের জিম্মাদার হাফিজ ফারুক আবদুল্লাহ সাহেব। মুফতি মেহেদী হাসান সাহেবের দোওয়ার মাধ্যমে সভা শেষ হয়।
ছবি:-