দীপান্বিতা র কম্পিউটার এর হাতেখড়ি

আলিফ ইসলাম:মেমারি : ১২ জানুয়ারি,দীপান্বিতা একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মূলত মায়েদের দ্বারা পরিচালিত।বছর পাঁচ আগে থেকেই এর পথচলা শুরু। সংস্থার সভানেত্রী তন্দ্রা বসু ও সচিব অনিকা ঘোষ জানালেন দীপান্বিতা সাধারণত অস্বচ্ছল এবং অল্প স্বচ্ছল পরিবারের খুদে শিক্ষার্থীদের শিক্ষা দানের বিষয়ে কাজ করে চলেছে।প্রায় পনেরো-কুড়িজন মায়েদের এই স্বেচ্ছাসেবী সংস্থা দীপান্বিতার উদ্যোগে আজ মেমারির সুলতানপুরের কলতান পার্কে উদ্বোধন করা হল কম্পিউটার এর হাতেখড়ি বিভাগ,স্বল্প বৈতনিক প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক-ক্রীড়াব্যক্তিত্ব সুফি রফিক উল ইসলাম এবং মেমারি রসিকলাল বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মিলি বিশ্বাস। অতিথিদের সঙ্গে সংস্থার সভানেত্রী ও জয় চ্যাটার্জী, অর্ঘ্য বসু বক্তব্য পেশ করেন। এছাড়া মৌসুমী চ্যাটার্জী, মহুয়া চক্রবর্তী ও অনিকা ঘোষ সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন রেনেসা সরকার। আপাতত দীর্ঘদিনের পরিচিত পার্শ্ববর্তী হেমাঙ্গিনী মঠ তথা আশ্রমে স্বল্প বৈতনিক কোচিং সেন্টার এবং সভানেত্রীর বাড়িতে কম্পিউটার এর হাতেখড়ি প্রশিক্ষণ চলবে। বেসিক টিউটোরিয়াল প্রোগ্ৰাম এবং প্রি প্রাইমারি কম্পিউটার ট্রেনিং প্রোগ্ৰাম দিয়েই আপাতত পথ চলা শুরু।