|
---|
নতুন গতি নিউজডেস্ক: বিজ্ঞান ও অভিজাত্যে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়া এককালের পরাক্রমশালী স্পেনের ইসলামী সাম্রাজ্য তখন বিলুপ্তি প্রহর গুনছিল। যৌবনের সব জৌলুস হারিয়ে বাগদাদের আব্বাসি খিলাফত তখন বয়সের ভারে নুয়ে পড়েছে। উম্মার নব উত্থানের স্বপ্নদ্রষ্টা হয়ে আবির্ভূত হওয়া সলজুগ সাম্রাজ্য তখন তার সকল পরাক্রম হারিয়ে কেবল অস্তিত্ব রক্ষায় ব্যস্ত। একদিকে ধ্বংসাত্মক মোঙ্গলশক্তি প্রতিটি মুসলিম জনপদে খুন লুণ্ঠন আর হত্যা যজ্ঞে পৈশাচিক খেলায় মত্ত। গোটা দুনিয়ায় ভাবছিল এই বুঝি ইসলামের শেষ। কেউ কি ঘুণাক্ষরে ভেবেছিল এক যাযাবর ব্যক্তির হাতে রচিত হতে চলেছে মুসলিম উম্মার আর একটি নবজাগরনের গল্প, যার উত্তরসূরীরা বীরদর্পে বিশ্বে সুদীর্ঘ কাল ইসলামের পতাকা উড়িয়েছে। হ্যাঁ এই সেই যাযাবর আতর্কুল গাজি। আর্তগুল গাজি শুধু
একটা নাম নয় এটা একটা ইতিহাস।সেই ইতিহাস কে কেন্দ্র করে সম্প্রতি 135 টি দেশে ডাবিংকৃত তুর্কি ড্রামা সিরিয়াল দিরিলিস আর্তুগুল প্রচারিত হচ্ছে। ধারাবাহিক টি তুর্কিদের পূর্বপুরুষ ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত যেখানে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতা আর্তুগুল গাজির জীবনী কে তুলে ধরা হয়েছে।
আর্তুগুল গাজী আনুমানিক 1158 খ্রিস্টাব্দে কোন একসময় আনাতোলিয়ার আহলাব শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সালমান শাহ, তিনি কাই গোত্রের একজন নেতা। পিতা সুলাইমানের সেনার অন্যতম ছিলেন আর্তুগুল
অসহায় মানুষকে জালেমের জুলুম থেকে উদ্ধার করার কাহিনী এখন বিশ্বব্যপি সাড়া ফেলে দিয়েছে,জনপ্রিয়তায় পেছনে ফেলে দিয়েছে হলিউড-বলিউডের বড় বড় ফিকশন, সিনেমা, সিরিয়াল।
আর্তুগুল এর বীরত্বের কাহিনীর ধারাবাহিক বিশ্বব্যাপি বিভিন্ন ভাষায় ডিবিং হবার সাথে সাথে উর্দু ও বাংলাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে।