|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেস কর্মীরা ও উপস্থিত ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাসিস কর্মকার মহাশয় ও সহ সভাপতি -লক্ষি নারায়ণ (প্রান্ত) দাস। এনাদের নেতৃত্বে ০৬/০৭/১৯ শনিবার বৈকাল ৫ ঘটিকায় প্রায় ১৩০০ থেকে ১৪০০ লোকের একটি বিশাল প্রতিবাদী মিছিল শুরু হয়।
এই মিছিলের মূল বক্তব্য ছিল সারা ভারত বর্ষে যে নোংরামি বা অন্যায় শুরু করেছে তার জন্য বিজেপি পাটিকে ধিক্কার জানায়। বিজেপির নেতা-কর্মী দের লজ্জা করা উচিত RSS এর মদত নিয়ে যে প্রতিটি জায়গাতে সাম্প্রদায়িক হিন্দু -মুসলিম দাঙ্গা লাগাছে, দেশে পেট্রোল -ডিজেল দাম বাড়ছে ,রান্নার গ্যাসের দাম বাড়ছে দেশে জয় শ্রী রামের নামে মানুষ পিটিয়ে খুন করা হচ্ছে বলে জানান।