অবিরাম বৃষ্টির কারনে বিপর্যয় শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা : অবিরাম বৃষ্টির কারনে বিপর্যয় শিলিগুড়িতে। গতকাল রাতে শিলিগুড়িতে প্রায় 145মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টিতে ভেসে যায় গোটা হায়দারপাড়া,পরেশনগর এবং ভানুনগর। বৃষ্টির কারনে জল ঢুকে যায় শিলিগুড়ির 38,39,42 নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িগুলিতে। এলাকার কাউন্সিলারেরা রাত থেকেই রাস্তায় নেমে পড়েন। বৃষ্টির দাপট এতটাই ছিল যে আবাসনগুলিতে পযর্ন্ত জল ঢুকে যায়।শিলিগুড়ির বিধান মার্কেট সুভাষপল্লী এবং বাগরাকোটে হাটু সমান জল হয়ে যায়।ভেনাস মোড়,হাসপাতাল মোড় এবং তিনবাতি মোড়ে বহু গাড়ি ড্রেনে ঢুকে যায় জল বুঝতে না পেরে। শিলিগুড়ির আশিঘরে কয়েকটি বাড়িতে জল প্রায় খাটের উপরে চলে যায়। গতকালের বৃষ্টিতে শিলিগুড়ির বেশ কয়েকটি সরকারি ইষ্কুলের ভীতরে জল জমে যায়। সমরনগর,শান্তিনগর এবং ফুলেসরি এলাকায় জল ঢুকে যায় একেবারে বাজারের মধ্যে।নষ্ট হয়ে যায় বহু মাছ এবং সবজী।আবহওয়া দপ্তরের খবর আগামী তিনদিন হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়িতে।