ছোটোগল্প নিয়ে আলোচনা গ্রন্থ প্রকাশ 

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা: কোভিদ বিধি মেনে স্বাধীনতা-উত্তর পঞ্চাশটি গল্প নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ‍্যালয় ও বিদ‍্যালয়ের অধ্যাপক, শিক্ষক, গবেষক ও ছাত্রদের পঞ্চাশটি প্রবন্ধের সংকলন ‛বাংলা ছোটোগল্প কথা পর্ব-১’ গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো ‘পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়’ এর ভিসি কক্ষে।

    মোড়ক উন্মোচন করে গ্রন্থটি প্রকাশ করেন ‛পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, বারাসাত’-এর উপাচার্য অধ্যাপক মহুয়া দাস। গ্রন্থটি উন্মোচন করে তিনি বলেন, “এই গ্রন্থটি ছাত্র-ছাত্রীদের এবং বিশেষ করে গবেষকদের অনেক কাজে লাগবে।” তিনি গ্ৰন্থটির সঙ্গে সংশ্লিষ্ট লেখক, দু’জন সম্পাদক ও পাবলিশার্স সংস্থাকে অভিনন্দন জানান। গ্রন্থটির অন্যতম যুগ্ম সম্পাদক অধ্যাপক মোহিনীমোহন সরদার জানান, “এই গ্রন্থে এমন বেশ কয়েকটি প্রবন্ধ আছে যেগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের নতুন পাঠ‍্যসূচিতে অন্তর্ভুক্ত ছোটোগল্পের উপর প্রথম আলোচিত প্রবন্ধ।” অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রন্থটির আর একজন যুগ্ম সম্পাদক ও হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, অধ্যাপক রামানুজ গাঙ্গুলি, বাংলাদেশের মুক্তিযোদ্ধা মণিমোহণ ধর, প্রকাশক সুপ্তা পাল ধর প্রমুখ। এদিন গ্ৰন্থটির একটি করে কপি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের জন্য গ্ৰন্থাগারিক সুশান্ত ব‍্যানার্জী ও বাংলা বিভাগের প্রধান, অধ্যাপক সোমা ভদ্র রায়ের হাতে প্রকাশকদের তরফে তুলে দেওয়া হয়। গ্রন্থ প্রকাশের আগে প্রকাশনা সংস্থা ‛গেটওয়ে পাবলিশিং হাউস’-এর পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক মহুয়া দাসের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধিত করেন সংস্থার পক্ষে তন্ময় ধর।