অপরাধের শিকার হওয়া শিশুদের আর্থিক ক্ষতিপূরন, আইনী সহায়তা ও আইনী সহায়কদের ভূমিকা নিয়ে আলোচনা সভা সিউড়ীতে

নিজস্ব সংবাদদাতা,সিউড়ী: অপরাধের শিকার হওয়া শিশু দের আইনী সহায়তা ও জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়কদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সভাকক্ষে।

    এদিন উপস্হিত ছিলেন জেলা ও দায়রা বিচারক শুভদ্বীপ বসু, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রতন কুমার দাস, জেলা স্বাস্হ্য আধিকারিক ডঃ হীমাদ্রী আঁড়ি, জুভেনাইল জাষ্টিস বোর্ডের প্রিন্সিপাল মেজিষ্ট্রেট অর্পিতা ঘোষ, ডিএসপি (ক্রাইম ) ফিরোজ হোসেন, জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব-বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়, সিউড়ী মহিলা থানার আইসি মিতা চক্রবর্তী.সহ অনান্য আধিকারিকগন।

    এদিন শিশুদের আইনী সুরক্ষা, নির্যাতনের শিকার হলে স্বাস্হ্য পরিষেবা, আইনী সহয়তা সহ সরকারী সুবিধা কি কি পেতে পারেন ও আইনী সহায়কদের ভূমিকা, পুলিশ, চিকিৎসকদের করনীয় কি এসব বিষয়ে আলোচনা হয়। এদিন ইউনিসেফ ও বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির যৌথ উদ্যোগে এদিন আয়োজন করা হয়। আইনী সহয়কদের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দীন আহমেদ ও কৌশিক পাল।

    উল্লেখ্য, বীরভূম জেলা আইনী পরিষেবা জেলা জুড়ে শিশুদের অধিকার, নিরাপত্তা, কোন শিশু অপরাধের শিকার হলে তাকে যাবতীয় সাহায্য দেবার কাজ করে থাকে।