দুর্গাপূজা কমিটি ও মহরম কমিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো কেশপুরের অডিটোরিয়াম হলে

নিজস্ব প্রতিবেদক, কেশপুর: আতঙ্কের অপর নাম করোনা ভাইরাস। করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। থামবার কোনো লক্ষণই নেই। করোনা অতিমারির কারণে আজ বিশ্ব থমকে গেছে। বন্ধ আছে স্কুল, কলেজের পঠন পাঠন। বন্ধ আছে মন্দির, মসজিদ, গির্জা থেকে বিভিন্ন ধর্মীয় উৎসব। যদিও হচ্ছে সেই গুলো নিয়ম রক্ষার্থে। সেই ধর্মীয় নিয়ম রক্ষা কিভাবে হবে সেই নিয়ে আজ কেশপুর ব্লকের দুর্গাপূজা কমিটি ও মহরম কমিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো কেশপুরের অডিটোরিয়াম হলে। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর ডি এস পি( ট্রাফিক), ডি এন টি পারভেজ সরফরাজ, সি আই পথিক চট্টোপাধ্যায়, সমাজসেবী চিত্ত গড়াই, কেশপুর তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি সেখ হাবিবুর রহমান সহ অন্যান্যরা।

    প্রতি বছর দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ ভাগে করা হলেও এই বছর খুবই ছোটো করে পূজা করতে হবে। প্রতিমা দর্শনে বেশী ভিড় করা যাবে না। স্বাস্থ্য বিধি মেনে , মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করতে হবে। অন্যদিকে, মহরমে তাজিয়া নিয়ে শোভাযাত্রাতে প্রয়োজনের অধিক লোক থাকা যাবে না। ঢোল বাজনা, মেলা করা যাবে না । সব রকম স্বাস্থ্যবিধি মেনে সব রকম ধর্মীয় অনুষ্ঠান করতে হবে।