|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার হিমচী গ্রামে মাদ্রাসা গওসিয়াতে মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশন (MSO) এর পক্ষ থেকে আয়োজিত হল ‘ইসলামে নেতৃত্ব ও মুসলিম যুবসমাজের কর্মসংস্থান ও বিনিয়োগ’ বিষয়ক আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন খিদিরপুর দরবার শরিফ থেকে পীরে তরিকত সাইফুদ্দিন আলক্বাদেরী, কোলকাতা হাইকোর্ট থেকে এডভোকেট আবদুল মাবুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিন্নাত আলি প্রমুখ বুদ্ধিজীবী তথা বিশিষ্টজন।
এডভোকেট আবদুল মাবুদ সাহেব মুসলিম সমাজের ঐকবদ্ধতার প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিন্নাত আলি সাহেব মুসলিম যুবসমাজ কর্মসংস্থানে কেন এত পিছিয়ে, তার কারনগুলি সুষ্পষ্টভাবে তুলে ধরেন এবং মুসলিম যুবসমাজ কীভাবে ব্যবসায় বিনিয়োগ করবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।।
ভারতের বৃহত্তম মুসলিম ছাত্র সংগঠন MSO র সর্বভারতীয় সম্পাদক এডভোকেট আসফাক আহমেদ আসবি MSO কী, MSO এর লক্ষ্য ও উদ্দেশ্যই বা কী, MSO কীভাবে মুসলিম তরুন সমাজকে সঠিক পথের দিশা দেখাবে সেই ব্যাপারে বক্তব্য পেশ করেন। সর্বশেষে পীরে তরিকত সাইফুদ্দিন আলক্বাদেরী সংগঠনের প্রয়োজনীয়তা ও গুরত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। আগামীদিনে তিনি MSO এর উপদেষ্টা হিসাবে কাজ করবেন বলে আশ্বাস দেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন MSO সোশ্যাল মিডিয়ার রাজ্য সেক্রেটারী সৈয়দ সামিরুল ইসলাম চিস্তি এবং সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে বারুইপুর ইউনিটের কনভেনর মিরাজুল মন্ডল, উপস্থিত ছিলেন এম এস ও পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্য ও রাজ্য ভাইস সোসাল মিডিয়া কঅর্দিনেটর জাহাঙ্গীর গাজী সহ অন্যান্যরা।