আসন্ন ছট পুজো, আলোচনা সভার আয়োজন

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: আসন্ন ছট্ পুজো, উক্ত পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করবার লক্ষ্যে আজ শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে প্রস্তুতি আলোচনা সভায় আয়োজন করা হয় । দীনবন্ধু মঞ্চে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

    এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব,চেয়ারম্যান শিলিগুড়ি পুর নিগম, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,বিভিন্ন বিভাগের মেয়র পারিষদ বৃন্দ, কমিশনার ও সচিব শিলিগুড়ি পুর নিগম, ডি সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, মহকুমা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ এবং বিভিন্ন ছট্ পুজো কমিটি বৃন্দ । আসন্ন ছট পুজো সুষ্ঠভাবে সম্পন্ন করতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।