বাড়ির সামনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ

বাড়ির সামনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ

     

     

    নতুন গতি, মালদা : বাড়ির সামনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী বিবাদ। আক্রান্ত এক মহিলা সহ তিন জন।ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মুসলিমপুর এলাকায়। জানা গেছে আক্রান্তদের নাম মইনুল শেখ, নমিনুর শেখ এবং মাসেদা বিবি। আক্রান্ত মইনুর শেখ এর বাম চোখে গুরুতর আঘাত লেগেছে চোখের নিচে আটটি সেলাই পড়েছে। এই ঘটনায় ইংরেজবাজার থানা আলেক সেখ , তারিকুল শেখ সহ চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত মইনুল শেখ এর অভিযোগ নিজের জায়গায় বেড়া দিচ্ছিলেন তিনি। এই নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়। এরপরই তাকে সহ তার পরিবারের দুইজন কে মারধর করা হয়। ঘটনায় তারা তিনজনই আহত হয়। এ ঘটনায় আজ সকালে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।