|
---|
নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা র পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখতে ভারতীয় রেডক্রস সোসাইটি যেভাবে মানুষের জন্য আন্তরিকতা র সহিত কাজ করে চলেছেন তার প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।সদ্য নিযুক্ত চেয়ারম্যান সেখ নুরুল হক আই এ এস এর কাজের প্রশংসা করে বলেন তাঁর নেতৃত্ব রাজ্যের বিভিন্ন জেলায় প্রত্যন্ত গ্রামে রেডক্রসের ২০০ স্বেচ্ছাসেবী অসাধারণ কাজ চলেছেন,নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল,পিযাজ, আলু, সঃতেল, সাবান, খাবারের পাকেট , অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে বিলি করেন।এর পাশাপাশি রক্তদান শিবির ও করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করেন, এই মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে বলে জানান রেডক্রস সোসাইটি র চেয়ারম্যান আই এ এস আলহাজ সেখ নুরুল হক।