হিলি ব্লকের বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় নারী,পুরুষ ও ছোট বাচ্চাদের ঈদের তহফা দেয়া হল

নিজস্ব সংবাদদাতা :দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি আপনজন সমাজসেবী সংগঠন এর পক্ষ থেকে হিলি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও হিলি ব্লকের বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় নারী,পুরুষ ও ছোট বাচ্চাদের মধ্যে ঈদের তহফা হিসেবে নতুন বস্ত্র ও ঈদের প্রয়োজনীও সামগ্রী তাদের তুলে দেওয়া হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি থানার I.C শ্রী গণেশ শর্মা, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কল্যাণ কুমার কুন্ডু, বিকাশ চক্রবর্তী, আশুতোষ সাহা সহ বিশিষ্ট অতিথি বৃন্দ। হিলি আপনজন সমাজসেবী সংগঠন এর কর্ণধার সাইফুল আলম রানা বলেন যে, আমরা আপনজনের সদস্যরা মানবজাতির সেবা করার শপথ গ্রহণ করেছি।

    আমরা জাতি, ধর্ম, বর্ণ খুঁজি না,অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আজ যেমন ঈদের প্রয়োজনীও সামগ্রী মুসলিম মা- বোনদের হাতে তুলে দিচ্ছি ঠিক তেমনই দুর্গা পুজোর সময় হিন্দু বিশেষ ভাবে সক্ষম ও দুস্থ মা- বোনদের নতুন বস্ত্র হাতে তুলে দিয়ে তাদের নিয়ে জেলার সেরা পুজো মন্ডপ পরিদর্শন করানো হয়।

    আমাদের সব সদস্যরা হাত ধরে মন্ডপে মন্ডপে ঠাকুর দেখিয়ে তাদের তৃপ্তি দেওয়ার চেষ্টা করা হয়। দুপুরে একসাথে মধ্যাহ্ন ভোজন করা হয়।

    এছাড়াও আমাদের সদস্যদের নিয়ে হিলি ব্লকের ডুমরণ এলাকার মালোপাড়া পাড়ায় সমীক্ষা করে কিছু ছেলে মেয়ে দের টিউশন পড়ানোর দায়িত্ব নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি সেখানে পড়াশোনা শুরু করতে চলেছি এবং আগামীতে অন্যান্য গ্রামেও করার ইচ্ছে আছে।

    সবশেষে বলবো সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সাধ্যমতো সহযোগিতা করার আবেদন রইল আমাদের এই মহতী কর্মশালায় অংশ গ্রহণ করার। আর যাদের সহযোগিতা না পেলে আমাদের পক্ষে এই মহতী কাজ করা সম্ভব হতো না তাঁদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা তাঁদের কাছে আমাদের প্রত্যেকটি সদস্য চিরকৃতজ্ঞ।